ভোলায় অজ্ঞাত কন্যা শিশুর মরদেহ উদ্ধার
ভোলা প্রতিনিধি
ভোলার চরফ্যাশনে প্রায় তিন বছর বয়সের অজ্ঞাত এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার আসলামপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের মেঘনা নদীর তীরবর্তী বেতুয়া এলাকা থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়।
চরফ্যাশন থানার অফিসার ইন চার্জ মো. শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে শিশুটি যাত্রীবাহী লঞ্চ বা ট্রলার থেকে পরে গিয়ে নিহত হন।
শিশুটির গায়ে সাদা গোলাপি নিমা ও পড়নে লাল রঙের প্যান্ট, এবং পায়ে সাদা জুতা রয়েছে। ওই শিশুটিকে মরদেহ বেতুয়া নদীর পাড় ব্লকের ওপর পরে থাকতে দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পপাঠানো হয়েছে। শিশুটির পরিচয় জানার চেষ্টা চলছে বলে জান জানান।