অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সমন্বয় কমিটি কর্তৃক সদস্যদের ন্যায্য অধিকার/দাবী আদায়ে করনীয় শীর্ষক আলোচনা সভা
স্টাফ রিপোর্টারঃ অদ্য ১৩ই অক্টোবর ২০২৩ ইং রোজ শুক্রবার হোটেল বাইট স্টেশন, ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট এ অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সকল সংগঠন সমন্বয় কমিটি কর্তৃক সশস্ত্রবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ন্যায্য অধিকার/দাবী আদায়ে করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সকল সংগঠন সমন্বয় কমিটির সন্মানিত প্রধান সমন্বয়ক সম্মানিত ক্যাপ্টেন মোঃ আফাজুল হক (অবঃ) উক্ত সভায় নিম্মেবর্ণিত সন্মানিত সভাপতিগন উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা সম্মানিত ক্যাপ্টেন মোঃ আফাজুল হক (অব.) সভাপতি ডেসওয়া, বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ায়েন্ট অফিসার মতিউর রহমান (অব.) সভাপতি বেসওয়া সিনিয়র ওয়ারেন্ট অফিসার কাজী শফিউল বাশার (অবঃ) সভাপতি, রাওস ফাউন্ডেশন বাংলাদেশ, সার্জেন্ট মোঃ হুমায়ুন কবীর (অব.) সভাপতি, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা(অসকস) বাংলাদেশ,
সার্জেন্ট মুহাম্মদ আহসান হাকিম (অব.) সভাপতি, অসকস বাংলাদেশ লিঃ
,সার্জেন্ট মোঃ সাইফুল ইসলাম স্বপন (অব.)
সভাপতি, আরসিএম ওয়েলফেয়ার সোসাইটি
সার্জেন্ট মোহাম্মদ কবির হোসেন (অব.)সভাপতি, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী ঐক্যজোট। উক্ত সভায় অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সমন্বয় কমিটির সকল সংগঠনের সন্মানিত সভাপতিগন তাদের মূল্যবান দিকনির্দেশনা,পরবর্তী কর্ম-পরিকল্পনা ও মতামত তুলে ধরেন এবং তা বাস্তবায়ন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় প্রধান্য দেন। আলোচ্য বিষয় সমূহ পর্যায়ক্রমে অতি তাড়াতাড়ি বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে,ইনশা-আল্লাহ। পরিশেষে মহান আল্লাহ তায়ালার নিকট সকলের সুস্বাস্থ্য, মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।