কুমিল্লায় টিএমএসএস কর্তৃক বিসিসি ক্যাম্পেইন ও প্রকল্প বাস্তবায়ন কৌশল বিষয়ক কর্মশালা ।
এম এ খালেক খান : নিজস্ব প্রতিনি
উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রপথিক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত বিডি রুরাল ওয়াশ সেনিটেশান এন্ড হাইজিন ফর হিউম্যান ক্যাপিটেল ডিভোলোপমেন্ট প্রোজেক্ট নিয়ন্ত্রিত বিসিসি ক্যাম্পেইন ও প্রকল্প বাস্তবায়ন কৌশল বিষয়ক আঞ্চলিক কর্মশালা কুমিল্লার বার্ড মিলায়তনে অনুষ্ঠিত হয়। টিএমএসএসের বাস্তবায়ন ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন আর্থিক ও কারিগরি সহযোগিতায় কর্মশালাটি ১৪ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রকল্পের বিভিন্ন উপকারিতা, প্রয়োজনীয়তা ও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল মতন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের বিশেষজ্ঞ আসাদুর রহমান, টিএমএসএসের হেম আইটি এন্ড জি জি পরিচালক মোঃ মাহাবুবর রহমান ও পিকেএসএফ এর ব্যবস্থাপক মুকুল মালাকার প্রমুখ। কর্মশালায় টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত সবাই কে শুভেচ্ছা ও শুভকামনা জানান। তিনি বলেন টিএমএসএসের সারা দেশে সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। তিনি আরও বলেন টিএমএসএস লাভের আশায় নহে, সেবার মনোভাব নিয়েই বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে। তিনি কর্মকর্তাদের সততা, ন্যায় নিষ্ঠা ও আন্তরিকতার সহিত কার্যক্রম পরিচালনার জন্য আহবান জানান। কর্মশালায় অন্য কমকর্তাদের মধ্যে টিএমএসএসের অপারেশন চট্রগ্রাম ডোমেইন প্রধান যুগ্ম পরিচালক শুভাশীষ সাহা, ময়মনসিংহ ডোমেইন প্রধান সিনিয়র সহকারী পরিচালক মোঃ আহসান হাবিব মোহন, কুমিল্লা ডোমেইন প্রধান উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম ও সিলেট ডোমেইন প্রধান উপপরিচালক মোঃ আসাদুল হক প্রমুখ বক্তব্য দেন। সারাদিন ব্যাপী কর্মশালায় টিএমএসএসের কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম ডোমেইন নিয়ন্ত্রিত টিএমএসএসের জোনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার ও শাখা ম্যানেজার সহ মোট ৮৬ জন মাঠ কর্মকর্তাগণ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয়। কর্মশালায় সংশ্লিষ্ট প্রকল্পের মাঠ পর্যায়ের বিভিন্ন খুটিনাটি দিক ও কারিগরি বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা পর্যালোচনা করে তার করণীয় নির্ধারণ করা হয়। কর্মশালাটি পরিচালনা ও সঞ্চালনা করেন টিএমএসএসের ফোকাল পার্সোন ও বিডি রুরাল ওয়াশ প্রকল্পের সমন্বয়কারী যুগ্ম পরিচালক কাজী কামরুজ্জামান খান।