বগুড়ার টিএমএসএস প্রতিষ্ঠানে জাপানি ভাষা প্রশিক্ষণ ও কেয়ার গিভার কোর্সের উদ্বোধন
বিশেষ প্রতিনিধি :
উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত প্রঞ্জাবান, বিশিষ্ট সমাজ সেবক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত বগুড়ার টিএমএসএস ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড আইসিটি ক্যাম্পাসে সকালে জাপানি ভাষা প্রশিক্ষণ ও কেয়ার গিভার কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। টিএমএসসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেছেন, বিভিন্ন ক্ষেত্রে জাপান ও বাংলাদেশের সুসম্পর্ক দীর্ঘদিনের। তিনি আরও বলেন এ দেশের কৃষি ও নির্মান খাতের উন্নয়নে জাপান ব্যাপকভাবে কাজ করার পাশাপাশি জাপান ও বাংলাদেশের জনগনের মধ্যে অত্যন্ত গভীর সু-সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্ক উন্নয়নে টিএমএসএস ও জাপানিজ প্রতিষ্ঠান এমআইআরএআই যৌথ উদ্যোগে কার্যকর ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সংসদের শাজাহানপুর-গাবতলী আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাবলু, ঢাকাস্থ জাপান দূতাবাসের ফাস্ট সেক্রেটারী তাবেই ইয়াসুসি, পিকেএসএফ এর উপ- ব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি সাদিক আহমেদ, এমআইআরএআই কোম্পানী লিমিটেড এর সিইও আকিরা ইয়াছুটুমি ও বগুড়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মেজবাউল করিম প্রমুখ।
অনুষ্টানে স্বাগত বক্তব্য দেন টিএমএসএস সেক্টর প্রধান নিগার সুলতানা, টিএমএসএসের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপন করেন টিএমএসএসের স্বাস্থ্য সেক্টরের নির্বাহী পরামর্শক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল। বক্তারা বলেন এ কোর্সটি সম্পাদন করে এদেশের শিক্ষার্থীরা জাপানে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ লাভ করবে। জাপান কর্তৃক নিযুক্ত প্রশিক্ষকগন নিয়মিত এই কোর্সের প্রশিক্ষণ প্রদান করবেন। জাপানি ভাষা প্রশিক্ষণ ও কেয়ার গিভার ৬ মাসের আবাসিক ক্যাম্প এমআইআরএআই ও টিএমএসএস নর্দান রিক্রুটিং এজেন্সির যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে। বগুড়ার শাজাহানপুর উপজেলার সুজাবাদে টিএমএসএস ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড আইসিটি টিএমএসএস ফিরোজা বেগম আয়ুর্বেদিক- ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, জোবেদা ফাউন্ডেশন নার্সিং ইন্সটিটিউট ৩টি প্রতিষ্ঠানের ক্যাম্পাসে জাপানি ভাষা প্রশিক্ষণ ও কেয়ার গিভার কোর্স পরিচালিত হবে। রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বিকালে টিএমএসএস ফাউন্ডেশন অফিস পরিদর্শন করে টিএমএসএসের ফাইভস্টার হোটেল মম-ইনে সৌজন্য আলোচনা, মতবিনিময় ও পরিচিতি সভায় বক্তব্য দেন। সভায় জাপানের রাষ্ট্রদূত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় তার সফর সঙ্গী সহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, টিএমএসএস এর বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা,পরামর্শক,উপদেষ্টা মন্ডলীর সদস্য,টিএমএসএস পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধানগণ,শিক্ষক,শিক্ষার্থী,নানা শ্রেণির মানুষ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।