বগুড়ার পীরগাছা বাজারে গাকের পাবলিক টয়লেট উদ্বোধন
এম এ খালেক খান :
দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও গ্রাম উন্নয়ন কর্ম গাক ‘‘সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট প্রকল্পের আওতায় "পরিবেশবান্ধব টেকসই অনুশীলনের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের কৃষি যন্ত্রপাতি ও সরঞ্জামাদি উৎপাদন দক্ষতা বৃদ্ধি" উপ প্রকল্পটি বগুড়া জেলার বিভিন্ন উপজেলায় বাস্তবায়ন করছে। এ প্রকল্পের আওতায় বিশ্বব্যাংক ও পিকেএসএফের আর্থিক ও কারিগরী সহযোগিতায় বগুড়া সদর, শেরপুর ও শাজাহানপুর উপজেলায় এসইপি প্রকল্পের অন্তর্ভূক্ত উদ্যোক্তাদের মাঝে সহজ শর্তে ঋণ সুবিধা প্রদানের পাশাপাশি উদ্যোক্তাদের কারখানায় কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কারখানা মালিক ও শ্রমিকদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ আয়োজন, মডেল ওয়ার্কশপ স্থাপন, কমন সার্ভিস সেন্টার স্থাপন, শ্রমিক-কর্মচারীদের ব্যবহারের জন্য ক্লাস্টার ভিত্তিক স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন, ফাউন্ড্রারী কারখানার সৃষ্ট বর্জ্য হতে ব্লক ও ব্রিকস্ নির্মাণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম মাঠপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৫ অক্টোবর' বগুড়ার পীরগাছা বাজারে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পে জড়িত উদ্যোক্তা ও শ্রমিক কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রকল্পের অর্থায়নে নির্মিত পাবলিক টয়লেট উদ্বোধন করা হয়। পাবলিক টয়লেটটি উদ্বোধন করেন গাকের এসএফই প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসইপি প্রকল্পের টেকনিক্যাল অফিসার হাসান সাদিক, পরিবেশ অফিসার মোঃ সম্রাট আলী, ডকুমেন্টেশন অফিসার মোঃ শাখাওয়াৎ হোসেন। মার্কেট মালিক সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি মোঃ আব্দুল মালিক, বণিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বল্টু, সাংগাঠনিক সম্পাদক মোঃ রুবেল হোসেন, কার্যনির্বাহী সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সুমন সরকার ও মোঃ মনির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও গাক এসইপি প্রকল্পের কর্মকর্তাবৃন্দ পীরগাছে বাজার তিনমাথা মার্কেট বণিক সমিতি ও টয়লেট তত্বাবধায়ক কমিটির নিকট পাবলিক টয়লেট এর চাবি হস্তান্তর করেন। অনুষ্ঠানে উপস্থিত দোকান মালিক-শ্রমিকগণ গাক এসইপি প্রকল্পের ভূয়সী প্রশংসা করে এ ধরণের সেবামূলক কার্যক্রমের জন্য বাস্তবায়নকারী সংস্থার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ও টয়লেট রক্ষণাবেক্ষণ বিষয়ে দায়িত্বশীল থাকবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। টয়লেটটি স্থাপনের মাধ্যমে মার্কেটের প্রায় শতাধিক ওয়ার্কশপ, দোকান মালিক ও শ্রমিক কর্মচারীদের দীর্ঘ দিনের সমস্যা কিছুটা লাঘব হবে বলে উপস্থিত দোকান মালিক শ্রমিকগণের পক্ষ হতে জানানো হয়। অনুষ্ঠানে বাজার এলাকার বহুগন্যমান্য ব্যক্তি,নানা শ্রেণির মানুষ, উপকার ভোগী সদস্য,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এম এ খালেক খান
পাবনা