রাজশাহী ১৯ আনসার ব্যাটালিয়ানের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপিত
এম এ খালেক খান :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহীর পবায় অবস্থিত ১৯ আনসার ব্যাটালিয়নের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী জাকজমক পূর্ণভাবে উৎযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে পবার ব্যাটালিয়ান সদর দপ্তরে ১৬ অক্টোবর দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। পবিত্র কুরআন তেলওয়াতের মধ্য দিয় দিনের কর্মসূচি শুরু করা হয়। পরে ব্যাটালিয়ানের হল রুমে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দরবার অনুষ্ঠিত হয়। দরবারে ব্যাটালিয়ান সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ১৯ আনসার ব্যাটালিয়ানের পরিচালক পরিচালক মোঃ আব্দুল মজিদ। দরবার শেষে ব্যাটালিয়ান কর্তৃক গার্ড সালাম অনুষ্ঠিত হয়। গার্ড সালাম শেষে ব্যাটালিয়নের সকল সদস্যদের নিয়ে ব্যাটালিয়ানের বিভিন্ন এলাকায় বনাঢ্য রেলী অনুষ্ঠিত হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠা বাষিকীর আনুষ্ঠানিকতা পালন করার পাশাপাশি পায়ড়া উড্ডয়নের মাধ্যমে কর্মসূচি পালন করা হয়। ব্যাটালিয়ন আয়োজিত দিনের বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত সকল সদস্যদের উদ্দেশ্যে তথ্যবহুল ও মুল্যবান দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন পরিচালক মোঃ আব্দুল মজিদ । তিনি বর্তমান সরকারের বাস্তবায়িত মেগা প্রকল্প সহ বিভিন্ন উন্নয়নমুলক কাজের চিত্রও তুলে ধরেন। তিনি বাংলাদেশ আনসার বাহিনীর মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস, বাহিনীর প্রতি জাতির জনকের আন্তরিকতা ও বর্তমান সরকারের বিভিন্ন অবদানের কথা উল্লেখ করেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকলকে নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে দায়িত্ব পালনের আহবান জানান। তিনি উপস্থিত সদস্যদের প্রত্যক্ষভাবে তাদের সমস্যাদি সম্পর্কে খোঁজ খবর নেন। সমাজের ইতিবাচক পরিবর্তন আনয়নের জন্য মদ,গাঁজা, জুয়া, ইভটিজিং,বাল্য বিবাহ ও বিভিন্ন সামাজিক অবক্ষয় রোধে পরিবর্তনের এজেন্ট হিসাবে সকলকে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সোনার বাংলা বিনির্মাণে সকলকে একযোগে কাজ করার নির্দেশনা দেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী নৌপুলিশের পুলিশ সুপার মোঃ আঃ রুহুল আমিন, জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম, সহকারী পরিচালক রাজশাহী রেঞ্জ মোঃ ইমরানুল হক, সহকারী পরিচালক মোঃ আব্দুল আহাদ, সহকারী পরিচালক এলিন চাকমা, কোম্পানি কমান্ডার মোঃ দিদারুল আলম, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি আব্দুল খালেক খান পিভিএম, ব্যাংকের এরিয়া ম্যানেজার মোঃ এনামূল হক, শাখা ব্যবস্থাপর মোঃ মাহাবুবুর রহমান ও টিএমএসএসের রাজশাহী ডোমেইন প্রধান এস এম বাবুল প্রমুখ। আরো উপস্থিত ছিলেন রাজশাহী মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক এ কে এম আসাদ, রাজশাহী টিটি কলেজের সহযোগী অধ্যাপকা মোঃ ফজলে রাব্বি, সমাজ সেবক মোঃ সুমন হোসেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৯ আনসার ব্যাটালিয়ানের সকল সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।