সাংবাদিক আফতাব হোসেনের প্রথম মৃত্যু বার্ষিকী আজ।
মাটি মামুন রংপুর।
বৈশাখী টেলিভিশনের সাবেক রংপুর জেলা প্রতিনিধি, রংপুর বেতারের সংবাদ পাঠক, দৈনিক যুগের আলো'র
সাবেক বার্তা সম্পাদক আফতাব হোসেনের প্রথম মৃত্যু বার্ষিকী আজ।
৬২ বছর বয়সে ২০২২ সালের ১৮ অক্টোবর তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
প্রায় সাড়ে চার দশক সাংবাদিকতা ও সাহিত্য-সংস্কৃতির সাথে জড়িত ছিলেন সাংবাদিক আফতাব হোসেন। কর্মজীবনে কৃতিত্বের স্বাক্ষর তিনি বাংলাদেশ বেতার
সম্মাননা, মোনাজাত উদ্দিন স্মৃতি পদক, ব্র্যাক ইন্টারন্যাশনাল মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড, শ্রেষ্ঠ জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি অ্যাওয়ার্ড, ফিরে
রাখায় দেখা পদক, মানবকল্যান পদক,ভারতের তোর্ষা সাহিত্য পদক,শীতলগড় পদকসহ দেশ-বিদেশের বিভিন্ন পুরস্কারে ভুষিত হয়েছেন।
সাংবাদিক আফতাব হোসেন ২০১৭ সালে 'সাংবাদিকতার পথে পথে' ও ২০১৮ সালে ‘মুক্তিযুদ্ধের
গল্প' গ্রন্থের জন্য অর্জন করেছিলেন বর্ষসেরা পান্ডলিপি পুরস্কার। তার শেষ লেখা গবেষণামূলক গ্রন্থ ‘রোকেয়া
পঞ্চানন দুই বাংলার সেতু বন্ধন প্রকাশিত হয়েছিল। আফতাব হোসেন তার কর্মজীবনে ছিলেন নিরহংকার-
নির্লোভ।
বন্ধুসূলভ আচারণের জন্য তিনি সকল বয়সী সহকর্মীদের কাছে প্রিয় হয়ে উঠেছিলেন।
কৃষি কাজের সাথে সম্পৃক্ততা থাকার কারণে আফতাব হোসেন সব সময় অসহায়,শোষিত, বঞ্চিত কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন।
সংবাদ বিশ্লেষক,রাজনীতি বিশ্লেষক হিসেবে রংপুরে
তার ভাল খ্যাতি ছিল।
আফতাব হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত
কামনায় করে সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।