ময়মনসিংহে ডিবির একাদিক অভিযানে ৩ মাদক চুরা কারবারি গ্রেফতার
মোঃ শাহীন আলম
অভিযান-১
এসআই(নিঃ) শাহ্ মিনহাজ উদ্দিন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন দর্শারপাড় সাকিনস্থ জনৈক আকরাম এর মুদি দোকানের সামনে সরকারি রাস্তার উপর হইতে ১৯ অক্টোবর ২০২৩ খ্রিঃ তারিখ ২১.৫৫ ঘটিকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ জিয়াউর রহমান ওরফে ওয়াসীম (৩৮), পিতা-আঃ ছালাম, মাতা-মোছাঃ জেসমিন আক্তার, সাং-দর্শারপাড়, থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
অভিযান-২
এসআই(নিঃ) মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ রেলগেইট সংলগ্ন বিএডিসি সারের গোডাউন এর গেইটের সামনে পাকা রাস্তার পাশ হইতে ১৯ অক্টোবর ২০২৩ খ্রিঃ তারিখ রাত ২৩.২০ ঘটিকায় ৫০০ গ্রাম গাঁজা ও ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ মাহাবুবুর রহমান @ মাহাবুব মিয়া @ মাহা (৫১), পিতা-মৃতঃ আফতাব উদ্দিন, মাতা-কামিনজান, সাং-রঘুরামপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০৪টি মামলা রয়েছে।
অভিযান-৩
এসআই(নিঃ) আলমগীর কবির সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন মল্লিকবাড়ি সাকিনস্থ মল্লিকবাড়ী বড় জামে মসজিদের পশ্চিমপার্শ্বে ধৃত আসামী আলাল উদ্দিনের পশ্বিম ভিটার পূর্বদুয়ারী চৌচালা টিনের বসত ঘর হইতে ১৯ অক্টোবর ২০২৩ খ্রিঃ তারিখ ২১.১৫ ঘটিকায় ১০ লিটার দেশীয় মদ সহ মাদক ব্যবসায়ী ১। আলাল উদ্দিন (৬০), পিতা-মৃতঃ আব্দুল, মাতা-মৃত ফাতেমা ওরফে ফতেমা, সাং-মল্লিকবাড়ি, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০৪টি মামলা রয়েছে।
উদ্ধারকৃত ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা, ১০ গ্রাম হেরোইন ও ১০ লিটার দেশীয় মদ উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০৩ জন আসামীদ্বয়ের বিরুদ্ধে হালুয়াঘাট, কোতোয়ালী ও ভালুকা মডেল থানায় পৃথক মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।