দেবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির ৭১ সদস্য
কমিটি অনুমোদন ।
মোঃ মজিবর রহমান শেখ,
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার সদস্যদের নিয়ে জাতীয় পার্টির উপজেলা কমিটি গঠন করা হয়েছে। কাইয়ুম উদ্দীনকে সভাপতি, একে ভূঁইয়াকে সাধারণ সম্পাদক এবং আব্দুস সাত্তার প্রধানকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্যের কমিটি ঘোষনা করা হয়েছে। শনিবার (২১ অক্টোবর) পঞ্চগড় জেলা কমিটি কর্তৃক অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন দেবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি কাইয়ুম উদ্দীন। জানা যায়, চলতি বছরের জুলাই মাসের ২৩ কমিটি গঠন করা হয় এবং সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ পঞ্জগড় জেলা কমিটি কর্তৃক চুড়ান্ত অনুমোদন হয়। কমিটির অন্যান্য সদস্যগণ হলে-উপদেষ্টা সদস্য আব্দুস ছাত্তার শাহ, এ্যাড. মাহবুব উল করিম ও এটিএম ফজলু রহমান।
সাধারণ সদস্যরা হলেন- সভাপতি কাইয়ুম উদ্দীন, সাধারণ সম্পাদক এ কে ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার প্রধান, সহ-সভাপতি আলী আকবর, রুহুল আমিন, আবুল হোসেন, মশিয়ুর রহমান জুয়েল, আতোয়ার আলী, সহ-সাধারণ সম্পাদক আয়নাল হক, সায়ের আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, সহ-অর্থ সম্পাদক আব্দুর রশীদ, প্রচার সম্পাদক বাবুল হোসেন, সহ-প্রচার সম্পাদক নেওয়াজ রশিদ, দপ্তর সম্পাদক নূর নবী, যুগ্ন দপ্তর সম্পাদক আবু তাহের, কৃষি বিষয়ক সম্পাদক সাফিজুল, যুগ্ন কৃষি বিষয়ক সম্পাদকসহ ৭১ সদস্যের কমিটি ঘোষনা করা হয়।