মহামান্য রাষ্ট্রপতির সুস্থতা কামনায় পাবনা প্রেসক্লাবের উদোগে দোয়া মাহফিল
এ কে খান : পাবনা
পাবনা জেলার কৃতি সন্তান বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য মোঃ সাহাবুদ্দিনের সুস্থতা কামনা করে পাবনা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাবনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ২০ অক্টোবর সন্ধ্যায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা করেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধআ আ স ম আব্দুর রহিম পাকন, রাষ্ট্রপতির ঘনিষ্ট বন্ধু পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মির্জা আজাদ, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি আখতারুজ্জামান আখতার, পাবনা চেম্বারের পরিচালক রানা প্রপার্টিজ এন্ড ডেভেলপমেন্টস লিমিটেড পরিচালক রুহুল আমিন বিশ্বাস রানা, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক উৎপল মির্জা ও পাবনা প্রেসক্লাব নামাজ ঘরের ইমাম হাফেজ তরিকুল ইসলাম প্রমুখ সাংবাদিকবৃন্দ। পরে অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন পাবনা জেনারেল হাসপাতালের পেশ ইমাম মাওলানা আলহাজ্ব ইউনুস আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ইয়াদ আলী মৃধা পাভেল। দোয়া মাহফিল অনুষ্ঠানে পাবনা প্রেস ক্লাবের সদস্য, পাবনার বিভিন্ন পত্র পত্রিকার সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।