তানোর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন মনোনয়ন প্রত্যাশী আয়েশা আখতার ডালিয়া
তানোর (রাজশাহী) প্রতিনিধি:
শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে রাজশাহীর তানোর উপজেলার পূজা মন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও উঠান বৈঠক করেছেন শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামীলীগ সদস্য ও রাজশাহী-১ আসনের মনোনয়ন প্রত্যাশী আয়েশা আখতার ডালিয়া।
আজ রোজ (রবিবার) ২২ অক্টোবর বিকেলে তানোর উপজেলার সরনজাই ইউনিয়ন, কৃষ্ণপুর বাজার, আয়ড়ামোড়,কামারগা,তানোর গোল্লাপাড়া বাজার, পূজা মন্ডপ পরিদর্শন করেন এই আ’লীগ নেত্রী।
এসময় আ’লীগ নেত্রী আয়েশা আখতার ডালিয়া বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে সব ধর্মের মানুষ নিরাপদে তাদের ধর্ম পালন করতে পারে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করে দেশে সুশাসন ও উন্নয়নের ধারা বজায় রাখতে হবে।