ভোলা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
কামরুজ্জামান শাহন,ভোলা:
ভোলা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে ভোলা শহরের মহাজনট্রিস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে ও সদস্য সচিব রাইসুল আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, যুগ্ম আহ্বায়ক হারুন আর রসিদ ট্রুম্যান, আলহাজ্ব বাচ্চু মোল্লা, হুমায়ুন কবির সোপান, এনামুল হক, মফিজল ইসলাম মিলন, আব্দুর রব কমিশনার, মো. কবির হোসেন, বসির আহম্মেদ হাওলাদার ও মার্শাল কাদের হিমু।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, আহ্বায়ক কমিটির সম্মানিত সিনিয়র সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম খান, জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি ইয়ারুল আলম লিটন, ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতার ও সদস্য সচিব মো. হেলাল উদ্দিন, সদস্য বৃন্দ, এবং সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।