ঠাকুরগাঁওয়ের আওয়ামী লীগের বিশিষ্ট রাজনীতিবিদ সাদেক কুরাইশীর জানাযা সম্পন্ন ।
মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ মুহ: সাদেক কুরাইশীর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। ২৫ অক্টোবর বুধবার সকাল ১১ টায় ইসলামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জানাযায় হাজারও মানুষ জন অংশ নেন। জানাযার নামাজ পড়ান ইসলামনগর খানকাহ শরিফের পীর আব্দুল্লাহ আহম্মদ উলুব্বী। জানায়ায় অন্যান্যের মধ্যে অংশ নেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রি খালিদ মাহমুদ চৌধুরী (এমপি), কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের মিনিষ্টার ও ডেপুটি কনসুল জেনালে মো: শাহেদুল ইসলাম শাহেদ, ঠাকুরগাঁও জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু, এ্যাড. আসম গোলাম ফারুক রুবেল, কেন্দ্রীয় যুবলীগের সহ -সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ- সভাপতি সানোয়ার পারভেজ পুলক, ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু , সিনিয়র সাংবাদিক মজিবর রহমান শেখ,সহ ঠাকুরগাঁও জেলা আ’লীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, ঠাকুরগাঁও সুগার মিলস্ লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো: শাহজাহান কবির, ঠাকুরগাঁও সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: নাজমুল হুদা শাহ্ এ্যাপোলো, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম ,সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জন।
জনপ্রিয় এ নেতার প্রয়ানে গভীর শোক প্রকাশ করে সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: দবিরুল ইসলাম এমপি, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহমেদ এমপি, উন্নয়ন সংস্থা ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, দৈনিক লোকায়নের সম্পাদক মো: সাকেরুল্লাহ। ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান ও সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শোক জানানো হয়। এছাড়াও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষজনের পক্ষ থেকে শোক জানানো হয়। তার মৃত্যুতে ঠাকুরগাঁও জেলা আ’লীগের পক্ষ থেকে ৩ দিনের শোক ঘোষনা ও কালো ব্যাজ ধারনের কর্মসূচী গ্রহন করা হয়েছে। উল্লেখ্য, গত ২৪ অক্টোবর মঙ্গলবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিংশ্বাস ত্যাগ করেন তিনি। ২৫ অক্টোবর বুধবার সকালে ঠাকুরগাঁও জেলা আ’লীগের দলীয় কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে ইসলামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে পার্শ্ববর্তী পারিবারিক গোরস্থানে দাফন কার্য সম্পন্ন হয়।