নামুজায় রাফি ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স এর শুভ উদ্ভোদন
বগুড়া জেলার নামুজা ইউনিয়ন এর টেংড়া স্কুল বন্দর এ রাফি ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স এর শুভ উদ্ভোদন করা হয়। এখানে মোবাইল ফোন, ব্যাটারি, রিমোট, হেডফোন, চার্জার,সহ সকল প্রকার ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী পাওয়া যায় এবং সুদক্ষ কারিগর দারা মোবাইল ফোন, টিভি, ফ্যান রাইস কুকার,সহ যাবতীয় ইলেকট্রনিক্স সামগ্রী যত্নসহকারে সার্ভিসিং করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাফি ইলেকট্রনিক্স এর প্রোপাইটর মোঃ তারেক রহমান তামিম ও সাবেক ইউ পি সদস্য আঃবাছেদ, ৬ নম্বর ওয়ার্ড সাবেক ইউ পি সদস্য মোছাঃ রুবিয়া আকতার শান্তির( মা), মানিক, সাংবাদিক মোঃ শরিফুল ইসলাম , শিহাব,সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় রুবি আকতার শান্তির ( মা) বলেন, এমন একটা ইলেকট্রনিক্স এর দোকান এলাকায় হওয়াতে আমরা খুব খুশি। আমরা চাই অল্প দামে যে কোন জিনিস মেরামত করে যেন জনগনের বিশস্ত হয়ে উঠে।