রাজশাহী ১৯ আনসার ব্যাটালিয়ানের বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
এম এ খালেক পিভিএম :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক রাজশাহীর পবায় অবস্থিত ১৯ আনসার ব্যাটালিয়ান কর্তৃক আয়োজিত বিশেষ দোয়া, মিলাদ মাহফিল ও শুকরিয়া আদায় অনুষ্ঠিত হয়েছে। মহান জাতীয় সংসদে ২ নভেম্বর "আনসার ব্যাটালিয়ান আইন ২০২৩" পাস হওয়ায় সদর দপ্তরের নির্দেশনার আলোকে ৩ নভেম্বর শুক্রবার বাদ জুমা রাজশাহীর ১৯ আনসার ব্যাটালিয়ান আয়োজিত মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও তাঁর দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনায় অংশ নেয় ১৯ আনসার ব্যাটালিয়ানের অধিনায়ক পরিচালক মোঃ আব্দুল মজিদ। মোনাজাত অনুষ্ঠানে ব্যাটালিয়ানের সহকারী পরিচালক মোঃ আঃ আহাদ, অন্যান্য আনসার ব্যাটালিয়ান সদস্য ও নানা শ্রেণির মুসল্লীরা এ দোয়া মাহফিলে অংশ নেয়। অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশ ও জাতির উত্তরোত্তর সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।