চট্টগ্রাম নয়াবাজার বিশ্বরোড ব্যাবসায়ীর উপর সন্ত্রাসীদেরর হামলা।
তুষার দাশ চট্টগ্রাম ব্যুরো প্রধান:
নয়াবাজার বিশিষ্ট ব্যাবসায়ি পিন্টু নাথ ও তার পরিবারের সদস্য উপর হামলা মারধর চালিয়েছে সন্ত্রাসী , হত্যার হুমকি প্রধান।
এই বিষয়ে পিন্টু কুমার নাথের পরিবারের সদস্য সাথে যোগাযোগ করলে ওরা জানান, পুকুরে বড়শি দেয়ার বিষয়ে সামান্য কথা কাটাকাটি হন, পরবর্তীতে দুলাল কান্তি নাথ, ও তার দু ছেলে সহ ভাড়াটে সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার দোকান ঘর ও আমার পরিবারের উপর হামলা চালিয়ে হত্যা উদ্দেশ্য, পরক্ষনে এলাকার লোকজন এসে আমাকে ও আমার বড় সন্তান জয় কান্তি নাথ কে সহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হস্তান্তর করেন, বর্তমানে আমি ও আমার পরিবার হুমকির মুখে রয়েছি।
উল্লেখ্য, উক্ত হামলা কারী বিষয়ে জানতে যোগাযোগ করলে মোটুফোনে পাওয়া যায়নি।