মিথ্যা মামলায় গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত
চট্টগ্রাম ব্যুরো প্রধান:
চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার নিউ শহীদ লেইন বিহারি কলোনীর বাসিন্দা মোঃ সাগর (২৩) ও মোঃ রমজান (১৬) এর নিঃশর্ত মুক্তির দাবিতে ভোক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৪ নভেম্বর) বিকেল ৫ টায় চট্টগ্রাম নগরীর আকবর শাহ রসুনশাহ মাজার সংলগ্ন এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ভোক্তভোগী পরিবাররের সদস্যরা বলেন, মোঃ হোসেন (২২) ও দিঘী আক্তার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে জড়িত। এলাকার অনেকেই হোসেন ও দিঘীর প্রেম কাহিনী জানে। গত ৩০ অক্টোবর বিজ্ঞ আদালতে এক লক্ষ দেনমোহরের বিনিময়ে বিবাহ সম্পন্ন করে। এই বিয়িতে দিঘী পরিবার ক্ষিপ্ত হয়ে হোসেনের ও তার বন্ধুদের বিরুদ্ধে ৩০ অক্টোবর আকবর শাহ থানায় একটি হারোনো ডাইরী করে, ডাইরী নং ১৭৪৯. পরবর্তীতে তা মামলা তে রুপান্তিত হয়। যার মামলা নং ৫৩৫৬।
এরপর দিঘীর পরিবার র্যাব এর সহযোগিতায় মীরশরাই ৩ নং জোরালগঞ্জ উত্তর সোনাপাহাড় এলাকা থেকে মোঃ হোসেন (২২) রেহেনা আক্তার দিঘী (১৪) কে উদ্ধার করে। এ সময় অপহরনে সহযোগিতায় অভিযোগে মোঃ সাগর (২৩) ও মোঃ রমজান (১৬) কে গ্রেফতার করেন। পরবর্তিতে তাদের নগরীর আকবরশাহ থানায় হস্তান্তর করে র্যাব।
আকবরশাহ থান পুলিশ রেহেনা আক্তার দিঘীকে ডিএন এ টেষ্টের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত অপর ৩ জনকে আকবর শাহ থানা পুলিশ আদালতে হস্তান্তর করেন।
এলাকা ও পারিবারিক সূত্রে আরও জানা যায়, হোসেন সাথে সাগরের দীর্ঘদিন ব্যাবসায়ীক সম্পর্ক ছিল তার সুবাদে গতকাল ৩ নভেম্বর সকালে হোসেন তার ব্যাবসায়ীক বন্ধু সাগরকে ফোন করে ডেকে নিয়ে যাই। এ সময় সাগরের সাথে যাই সাগরের সালা রমজান।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের উপস্থিত সকলে দাবি করেন, প্রেম করে বিবাহের পর অপহরণ মামলা দিয়ে স্বামী মোঃ হোসেন (২২), মোঃ সাগর (২৩) ও মোঃ রমজান (১৬) হয়রানির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। সাথে সাথে অবিলম্বে মিথ্যা হয়রানি মূলক মামলায় গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।