ভোলায় বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেন গ্রেপ্তার
কামরুজ্জামান শাহীন,ভোলা॥
ভোলায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. কবির হোসেন কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮ টায় দিকে ভোলা শহরের কালীখোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা বিএনপি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সোয়া ৮ টার দিকে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে তৃতীয় দফা ৪৮ ঘন্টার অবরোধের সমর্থনে মিছিল করার সময় পুলিশ তাকে আটক করেন।
ভোলা সদর মডেল থানার অফিসার ইন-চার্জ মো. শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করে বলেন, নাশকতার অভিযোগে বিএনপি নেতা কবির হোসেনকে রাতে কালীখোলা এলাকা থেকে আটক করা হয়েছে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কবির হোসেনকে গ্রেপ্তারে প্রতিবাদে ও নিন্দা জানিয়েছেন-কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি, চরফ্যাশন-মনপুরার মা, মাটি ও মানুষের নেতা মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, ভোলা জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হারুন-আর রশিদ ট্রুম্যান ও ফজলুর রহমান বাচ্চু মোল্লা প্রমূখ।