গাজীপুরে ওয়ারেন্ট অফিসার (অবঃ) কামরুল হাসানের উপর সন্ত্রাসীদের হামলা
স্টাফ রিপোর্টারঃ গাজীপুরে রাজেন্দ্রপুর পূর্ব নয়নপুর সাহেবপাড়া এলাকায় সিরাজ উদ্দিনের বাড়ির পাশে স্থানীয় সালিশ বা দরবারে উপস্থিত অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য ওয়ারেন্ট অফিসার (অবঃ)কামরুল হাসান । সালিশ বা দরবার সম্পূর্ণ করিয়া হাটিয়া বাড়ি ফিরার পথে ইটের সলিং রাস্তার উপর পৌছামাত্র মোশারফ ও শিমুল সন্ত্রাসী দল, লাঠিসুটা ও দেশীয় অস্ত্র সুসজ্জিত হয়ে হামলা করেন। এক পর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে ওয়ারেন্ট অফিসার (অবঃ)মোঃ কামরুল হাসান এর মাথায় আঘাত করেন তারপর চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থল থেকে জখম ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ মেডিকেল কলেজ ও হাসপাতলে নিয়ে যান। ডাক্তার তার অবস্থা পর্যবেক্ষণ করে হাসপাতলে ভর্তি করেন।অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য ওয়ারেন্ট অফিসার (অবঃ)মোঃ কামরুল হাসানেরমাথায় আঘাত প্রাপ্ত স্থানে সাতটি শিলি প্রদান করেন
এব্যাপারে ওয়ারেন্ট অফিসার (অবঃ)মোঃ কামরুল হাসানের সহধর্মিনী বাদী হয়ে জয়দেবপুর থানায় অভিযোগ করেন। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস)বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি সার্জেন্ট হুমায়ুন কবির(অবঃ) বলেন যে উক্ত ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মুঠোফোনে যোগাযোগ করলে মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর মোঃ হাবিবুর রহমান ঘটনার সম্পর্কে অবগত করেন এবং অতি শীঘ্রই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস প্রদান করেন।।
৯/১১/২৩