ভোলায় যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ফেরদৌস গ্রেপ্তার
ভোলা প্রতিনিধি:
ভোলায় জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফখরুল ইসলাম ফেরদৌসকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকালে তাকে ভোলা আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল বুধবার রাত ৮টার দিকে ভোলা শহরের টাউন স্কুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ভোলা জেলা বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলম জানান, বুধবার রাত ৮টার দিকে ভোলা জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফখরুল ইসলাম ফেরদৌসকে শহরের টাউন স্কুল এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করেন। দুইদিন আগে ফখরুল মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সে এখনো অসুস্থ । তার শরীরের বিভিন্ন জাগায় ক্ষত রয়েছে। এরপরও পুলিশ তাকে কোন মামলা ছাড়া গ্রেপ্তার করে নিয়ে গেছে। আমরা ভোলা জেলা বিএনপি অন্যায়ভাবে এ গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং অভিলম্বে তার মুক্তির দাবী করছি।
ভোলা সদর মডেল থানার ওসি মো. শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করে বলেন, বিএনপির চলমান সহিংসতা ও নাশকতার মামলায় ফখরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে তাকে ভোলা আদালতে সোপর্দ করা হয়েছে।
ফখরুল কি ধরনের নাশকতা করেছে এম প্রশ্লের সঠিক উত্তর না দিয়ে ওসি বলেন, কি ধরনের নাশকতা করেছেন সে জানে।