অরুণ দেবনাথ, ডুমুরিয়া খুলনা প্রতিনিধিঃ খুলনা জেলা ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসের উদ্দ্যোগে গত ১২ই নভেম্বর রবিবার দুপুরে খর্নিয়া ইউনিয়নের প্রান্তিক কৃষকের মাঝে বীজ বিতরন করা হয়। ডুমুরিয়া উপজেলার উপ-সহকারি কৃষি অফিসার ইকবাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসবে উপস্থিত থেকে কৃষকের উদ্দেশে বক্তব্য রাখেন উপজেলার খর্নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার। অনান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুরস্কার প্রাপ্ত কৃষক আবু হানেফ মোড়ল, খর্নিয়া ইউনিয়নের ইউপি সচিব হেকমত আলী সরদার, হিসাব সহকারী মোঃ নাজমুল হোসেন,, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মিতা পাল ও মুক্তা সরদার, ইউপি সদস্য(মেম্বর) শেখ মহাসিন হোসেন,মুজাফ্ফার রহমান মোল্লা, লুৎফর রহমান, মুক্তার হোসেন,সন্জায় কুমার মল্লিক, উল্লেখ্য প্রান্তিক চাষিদের মধ্যে ২৪০ জন কৃষক সরিষা,২০৫ জন সূর্যমুখী ৭০ জন ভূট্টা, পেয়াজ ১০ জন, গম ৫ জন সহ ৫৩০ জন কৃষকের মাঝে এই বীজ বিতরন করা হয় ।