ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের অর্থ
ব্যায়ে অনিয়ম-দূর্নীতির অভিযোগ ।
মোঃ মজিবর রহমান শেখ,
পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কীমের আওতায় বিতরণকৃত স্কুল-মাদ্রাসা-কলেজে ব্যবস্থাপনা জবাবদিহি অনুদানের অর্থ ব্যায়ে ব্যাপক অনিয়ম দূর্নীতির অভিযোগ উঠেছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া তথ্য মতে, ২০২২-২০২৩ অর্থবছরে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কীমের আওতায় বিতরণকৃত স্কুল-মাদ্রাসা-কলেজে ব্যবস্থাপনা জবাবদিহি অনুদানের জন্য ঠাকুরগাঁও সদর উপজেলায় ৬০টি প্রতিষ্ঠানে ৫ লাখ টাকা হারে মোট ৩ কোটি টাকা বরাদ্দ আসে। বরাদ্দকৃত অর্থ শিক্ষকদের জন্য প্রণোদনা বাবদ ১ লাখ টাকা, বইপত্র, লাইব্রেরি, শিক্ষা উপকরণ এবং গবেষণাগার সরঞ্জাম বাবদ ১ লাখ ৫০ হাজার টাকা, ছাত্র-ছাত্রীদের বিশেষ করে ছাত্রীদের জন্য অবকাঠামো, বিশুদ্ধ পানি, শৌচাগার, কমনরুম উন্নয়ন বাবদ ১ লাখ ২৫ হাজার টাকা, সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সহায়তা বাবদ ৭৫ হাজার টাকা এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ফ্যাসিলিটি উন্নয়ন বাবদ ৫০ হাজার টাকা ব্যায় করা কথা। সম্প্রতি ঠাকুরগাঁও সদর উপজেলার বালাপাড়া উচ্চ বিদ্যালয়, বালাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয় সহ কয়েকটি বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। নির্ধারিত খাত অনুযায়ী ব্যায় করার কথা থাকলেও প্রধান শিক্ষকগণ তা ব্যায় না করেই তার নিজের মতো করে বিল-ভাউচার জমা দিয়েছেন। ক্রয়কৃত মালামাল দেখতে চাইতে কোন প্রধান শিক্ষকই তা দেখাতে পারেননি। এ ব্যাপারে বালাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন সত্যতা শিকার করে বলেন, বইপত্র বাবদ ১২ হাজার টাকার মতো করা হয়েছে। বাকিটা অন্য কাজে ব্যায় করা হয়েছে বলে জানান। বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সারওয়ার হোসেনের কাছে ক্রয়কৃত মালামাল দেখতে চাইলে তিনি দেখাতে পারেননি। লাইব্রেরিতে বই ক্রয়ের কথা বলা হলেও লাইব্রেরি বন্ধ থাকে এবং তার কাছে চাবি নেই বলে জানান। প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ফ্যাসিলিটি উন্নয়ন বাবদ ব্যায়ের উপকরণ দেখতে চাইলে বলেন ক্রয় করা হয়েছে কিন্তু এখনো আনা হয়নি। ঠাকুরগাঁও সদর উপজেলার শিক্ষা অফিসার মো : আব্দুর রহমান বলেন, নির্ধারিত খাত অনুযায়ী ব্যায় করার কথা, এর বাইরে যদি কেউ খরচ করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।