ঢাকা জেলা আনসার ভিডিপি'র বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত
এম এ খালেক খান :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা জেলার বার্ষিক জেলা সমাবেশ ১২ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলার নবাবগঞ্জে অবস্থিত কলাকোপার ভকেশনাল ট্রেনিং সেন্টারে এ বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা রেঞ্জের,রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং ঢাকা ১ আসনের সংসদ সদসয় সালমান এফ রহমান। জেলা সমাবেশে স্বাগত বক্তব্য দেন ও প্রতিবেদন উপস্থাপন করেন ঢাকা জেলা আনসার ভিডিপি'র জেলা কমান্ড্যান্ট। সমাবেশ অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালকবৃন্দ, বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগন, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সার্কেল এসপি প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে গার্ড সালাম প্রদান করা হয়। ফেস্টুন, বেলুন ও কবুতর উড়ানোর মধ্য দিয়ে ঢাকা জেলা সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি জেলা সমাবেশে তার বক্তব্যে আনসার ও ভিডিপি সদস্যদের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি বাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। সমাবেশ শেষে সংগঠনে সারা বছর ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সবশেষে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন কর্মকান্ডের উপর নির্মিত প্রামান্য চিত্র উপভোগ করেন। সমাবেশ অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,বাহিনীর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, কর্মচারী, সমাবেশে আগত সদস্য, সদস্যা, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, উপকার ভোগী সদস্য,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।