ভোলায় পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার
ভোলা প্রতিনিধি:
ভোলায় পুকুর থেকে মো. জিলন (৩২) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৭টার দিকে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের চরনাপ্তা গ্রামের আবুল বশারের পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত জিলন ভোলা পৌরসভা ৯ নং ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানাযায়, জিলন মানসিক ভারসাম্যহীন মৃগীরোগী ছিল। ধারণা করা হচ্ছে মৃগীরোগ থাকায় জিলন পুকুরের পানিতে পড়ে মারা যেতে পারে। জিলনের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।
ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু জাফর এ তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।