কুড়িগ্রামে আনসার ভিডিপি সদস্যদের নবনির্মিত গৃহের উদ্বোধন ও চাবি হস্তান্তর
এম এ খালেক পিভিএম :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক কর্তৃক দেওয়া কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার দুস্থ ও অসহায় আনসার ভিডিপি সদস্য মোঃ আশরাফুল ইসলাম, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ইউনিয়ন দলনেত্রী মোছাঃ জহুরা বেগম ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ওয়ার্ড দলনেত্রী বৃষ্টি আক্তারেট জন্য নবনির্মিত গৃহের শুভ উদ্বোধন ও চাবি হস্তান্তর করা হয়েছে। কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার উমর পান্থাবাড়ি গ্রামে ১৬ নভেম্বর আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষে নবনির্মিত গৃহের শুভ উদ্বোধন ও চাবি হস্তান্তর করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস। রংপুর রেঞ্জ পরিচালক উপস্থিত সদস্য-সদস্যাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে বলেন “মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সবার জন্য নিরাপদ বাসস্থান, কেউ গৃহহীন থাকবে না,সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য ধারাবাহিকভাবে দুস্থ ও অসহায়,গৃহহীন ভিডিপি সদস্যদেরকে গৃহ নির্মাণ করে দেওয়ার নির্দেশনা প্রদান করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক। তারই ধারাবাহিকতায় এ অনুষ্ঠানের মাধ্যমে রংপুর বিভাগের তিন জেলার দরিদ্র ভিডিপি সদস্যের মধ্যে নবনির্মিত গৃহের চাবি হস্তান্তর করা হলো”। তিনি উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুড়িগ্রাম জেলার, জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি, সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ ইবনুল হক, কুড়িগ্রাম উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, রাজারহাটের উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃ জেসমিন নাহার প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য দেন। এ সময় বাংলাদেশ আনসার ভিডিপি সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য, সদস্যা, উপজেলা প্রশিক্ষক মোঃ জিয়াউর রহমান, সুবিধা ভোগী সদস্য, এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজারহাট উপজেলার ভিডিপি দলনেতা-দলনেত্রীগণ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।