খুলনা-০৬ আসনে আ.লীগের তৃণমূলের জনপ্রিয়তায় এগিয়ে মোঃ আসাদুজ্জামান (আসাদ)
মোঃ খাইরুজ্জামান সজিব
সিনিয়র স্টাফ রিপোর্টার
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-০৬ (কয়রা) পাইকগাছা আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে তৃণমূলের জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগরের সংগ্রামী সদস্য সচিব শ্রমিক বান্ধব প্রিয় নেতা জননেতা মোঃ আসাদুজ্জামান (আসাদ)। তিনি এ আসনে প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। দুই উপজেলার স্থানীয় নেতা কর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়া মহল্লা, হাট- বাজার, শিক্ষাপ্রতিষ্ঠানও জনসম্মুখে গনসংযোগ এবং সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরছেন। এ ছাড়া সরকারের উন্নয়ন কার্যক্রমের প্রচার চালিয়ে যাচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা স্মার্ট বাংলাদেশ বিনির্মানের জন্য নিজের আদর্শ, মেধাও দূরদর্শিতা দিয়ে খুলনা-০৬ আসনের উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে চান এই প্রার্থী। তৃণমূলের নেতা-কর্মীদের সাথে কথা বলো জানা যায়,মোঃ আসাদুজ্জামান (আসাদ) আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রান। এ আসনে তার বিকল্প নেই। তিনি এমপি নির্বাচিত হলে কোনো দূর্নীতি স্বজন প্রীতি হবে না।
নেতাকর্মীরা আশা করছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জরিপের মাধ্যমে খুলনা-০৬ আসনে মনোনয়ন দিলে নিশ্চিত ভাবে তিনিই মনোনয়ন পাবেন। খুলনা জেলা আওয়ামী লীগের এক নেতা জানান, মোঃ আসাদুজ্জামান (আসাদ) রাজনৈতিক কর্মসূচির পাশা-পাশি প্রতিটি সামাজিক কর্মকান্ডে রেখেছেন অভাবনীয় ভূমিকা। তিনি জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগরের যুগ্ন – সাধারণ সম্পাদক থাকা কালীন করোনা- মহামারী সময়ে বাড়ি,বাড়ি গিয়ে পৌছে দিয়েছেন নগদ অর্থও খাবার। দিয়েছেন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। শীতার্ত মানুষের বাড়ি,বাড়ি গিয়ে করেছেন কম্বল বিতরন। ঈদ পূজা উৎসব থেকে শুরু প্রতিটি বিশেষ দিনে সহযোগিতা নিয়ে ছুটে যান নির্বাচনী দুই উপজেলার হতদরিদ্র মানুষের বাড়ি,বাড়ি। এছাড়াও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে গড়ে তুলেছেন ফুডবল একাডেমী এবং বিভিন্ন মাঠে গিয়ে খেলাধুলা সামগ্রী বিতরন। খুলনা-০৬ কয়রা- পাইকগাছা আলেম সমাজের নেতৃত্ব দেওয় এক আলেম জানান, শ্রমিক বান্ধব প্রিয় নেতা মোঃ আসাদুজ্জামান (আসাদ) ক্লিন ইমেজের একজন ব্যাক্তি। উনি আসলে আমাদের – কয়রা- পাইকগাছার মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। মফস্বলের একজন প্রবীন আওয়ামী লীগ নেতা বলেন, শ্রমিক বান্ধব প্রিয় নেতা মোঃ আসাদুজ্জামান (আসাদের) এলাকায় ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তাকে মনোনয়ন দেওয়া হলে। এ আসন থেকে আওয়ামী লীগের জয়-লাভ নিশ্চিত হবে। আসল আওয়ামী লীগরা মূল্যায়ন পাবে। উনারে এবার দেওয়ার দরকার। জানতে চাইলে শ্রমিক বান্ধব প্রিয় নেতা মোঃ আসাদুজ্জামান (আসাদ) বলেন, আমি সেবক হিসেবে সর্বদা জনগনের পাশে থাকতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি সময় দেশের সংকটপন্ন মূহুর্তে জনগনের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। তিনি বলেন, মনোনয়ন দেওয়ার বিষয় সুপ্রিম অথরিটি আমাদের নেত্রী শেখ হাসিনা। তিনি দলের স্বার্থে উনি যাকে ভালো- মনে করবেন -সেটাই হবে বিবেচ্য বিষয়। তিনশ আসনই উনার নখদর্পনে আছে। এখানে ব্যাক্তি কোনো বিষয় না। বিবেচ্য বিষয় হলো নৌকা প্রতীকও আমাদের দলীয় প্রধান শেখ হাসিনা। খুলনা-০৬ গনমানুষের এই নেতা বলেন, দীর্ঘ দুই যুগের বেশি সময়ে জনগনের সাথে আছি আমি আশাকরি সকলের দোয়াও ভালোবাসায় এবং জননেত্রী শেখ হাসিনার স্নেহ স্পর্শে আমাকে খুলনা-০৬ আসনের নৌকার মাঝি হিসেবে মনোনীত করবেন ইনশাআল্লা। জয়- বাংলা- জয়- বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবি হোক। গনতন্ত্রের মানসকন্যা জননেত্রী হাসিনাকে মহান আল্লাপাক পুনরায় দেশ পরিচালনা করার সুযোগ দিক। ৭ তারিখ সারাদিন নৌকায় ভোট দিন। বার,বার দরকার শেখ হাসিনা সরকার। দেশ গড়ার সপথ নিন পুনরায় নৌকায় ভোট দিন।