নির্বাচনী তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছেন জননেতা মোঃ আসাদুজ্জামান (আসাদ)
মোঃ খাইরুজ্জামান সজিব
সিনিয়র স্টাফ রিপোর্টার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিব উল – আউয়াল।
গত-১৫ নভেম্বর -২০২৩ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি আগামী বছর -২০২৪ এর ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার মাধ্যমে নির্বাচনী তফসিল ঘোষণা করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছেন জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগরের সংগ্রামী প্রভাবশালী সদস -সদস্য- সচিবও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে -১০৪ -খুলনা-০৬ কয়রা- পাইকগাছায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সংসদ সদস্য পদ প্রার্থী ও বিশিষ্ট সমাজ সেবক জনদরদী, মানবতার ফেরিওয়ালা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যান গার্ড জননেতা মোঃ আসাদুজ্জামান ( আসাদ)
এ বিষয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়া জননেতা মোঃ আসাদুজ্জামান ( আসাদ) গনমাধ্যমকে বলেন- বহুল আকাঙ্খিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল গত-১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে ঘোষণা করলেন।
আমি জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগরের সকল নেতৃবৃন্দের পক্ষ হতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানাই।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করায় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন, ধন্যবাদও কৃতজ্ঞতা।
আমরা গনতন্ত্রের মানসকন্যা, মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সংবিধান অনুযায়ী আগামী ৭ জানুয়ারি -২৪ এর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগনের বিপুল ভোটে নৌকা মার্কাকে বিজয়ী করে পুনরায় আওয়ামী লীগ সরকার গঠনের মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে সকল কে নিয়ে কাজ করে যাব ইনশাআল্লা।