চাঁদপুর- ৪ আসনে মনোনয়ন ফরম কিনলেন মহিউদ্দিন খোকা
পিআরবি ডেক্স রিপোর্ট
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে দলীয় ফর্ম সংগ্রহ করেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মহিউদ্দিন মজুমদার খোকা
আজ ১৯ নভেম্বর সকাল সাড়ে ১১ টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় হতে মনোনয়নপত্র সংগ্রহ করেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য জনাব মহিউদ্দিন মজুমদার খোকা ।
এই উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য বাহার মোল্লা ,
চাঁদপুর জেলা যুবলীগের সাবেক সদস্য জসিম উদ্দিন,
৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন যুবলীগ নেতা কামরুল ইসলাম, ২ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম প্রমুখ ।
খোকা মজুমদার অভিযোগ করে বলেন,, দেশজুড়ে উন্নয়নের এই মহাসমা রোহেও ফরিদগঞ্জ বাসী উন্নয়ন বঞ্চিত! অথচ ফরিদগঞ্জ বাসীর ৮০ শতাংশ ভোট নৌকার ঝুলিতে। এবার দলমত নির্বিশেষে অবহেলিত, উপেক্ষিত ফরিদগঞ্জ বাসী মহান সংসদে তাদের যৌক্তিক ও ন্যায্য প্রত্যাশার কথা বলতে, নিজস্ব জনপ্রতিনিধি চায়।
তিনি আরও বলেন, ‘আমি মুক্তিযুদ্ধার সন্তান হিসেবে ফরিদগঞ্জ বাসীর এই প্রাণের দাবিটি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে তুলে ধরতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর- ৪ (ফরিদগঞ্জ- চাঁদপুর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে ১৯ তারিখ, রবিবার বেলা সাড়ে ১১ টায় দলীয় ফর্ম সংগ্রহ করি ’