" লজ্জাবতী"
এ এস এম সাদেকুল ইসলাম।।
এক যে ছিলো মিষ্টি মেয়ে
এখান থেকে অনেক দূরে
বাসতো আমায় ভালো,
চোঁখ ছিলো তাঁর ডাগর ডাগর
কেশ ছিলো তাঁর কালো।।
মন ছিলো তাঁর উদার' শোধার
মাথায় ছিলো বুদ্ধি র বাহার-
ঠোট ছিলো তাঁর আশেকী রুপ
চাঁদ বদনী মুখ ছিলো।
বলতো কথা বিনয় করে
ভদ্র ভাষায় চিকন সুরে,
লজ্জাবতী নাম ছিলো তাঁর
আমার মনটা কেড়ে নিলো।
ক্লান্তিমাখা মলিন মুখে
দুঃখ বইতো ধুকে ধুকে,
সহনশীলা দেল ছিলো,
কোন মাটিতে সৃজন সে যে
কেমন গর্ভে জন্ম হলো!
ধীরগতি তাঁর চলন ছিলো
সরল ভাষার বলন ছিলো
অনুরাগের মধুর রাগী
আজই আমায় একা রেখে
কোথায় সে যে হারিয়ে গেলো।!