রংপুরে বিএনপির পাঁচ জনের ১০ বছরের সাজা প্রদান করেছে রংপুরের অতিরিক্ত জেলা জজ।
মাটি মামুন রংপুর।
রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব ডনসহ ৫ জনের ১০ বছরের কারাদন্ড।
রংপুরে নাশকতা মামলায় বিএনপির পাঁচ জনের ১০ বছরের সাজা প্রদান করেছে রংপুরের অতিরিক্ত জেলা জজ কোর্ট (১)
২০১৩ সালের হরতালে রংপুরে নাশকতার উদ্দেশ্যে আনা ৫৬টি চকলেট বোমা উদ্ধার মামলায় মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন নবী ডনসহ দলটির আরো চারজনের নেতাকে কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার সকালে এ রায় প্রদান করেন রংপুরের অতিরিক্ত জেলা জজ কোর্ট (১)এর বিচারক কৃষ্ণ কান্ত রায়।
ওই আদালতের অতিরিক্ত পিপি এডঃ আব্দুল সাত্তার স্বদেশ প্রতিদিনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডিত অপর ৪ আসামি হলেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন ও জেলা যুবদলের সহ সভাপতি তারেক হাসান সোহাগ ও যুবদল কর্মী আরিফ হোসেন।