স্টাফ রিপোর্টারঃ অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সমবায় সমিতি গাজীপুর জেলার উদ্যোগে ২১শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেন। উক্ত আলোচনা সভার আলোচনা মাধ্যমে সশস্ত্র বাহিনী বাহিনী দিবস সম্পর্কে জাগ্রত করেন।
১৯৭১ সালের ২১ শে নভেম্বর, বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরু করে।সশস্ত্রবাহিনী দিবস পালনের পেছনে মুক্তিযুদ্ধের সক্রিয় চেতনা ও সামরিক বাহিনীর অবদানকে জনতার আত্মত্যাগের সঙ্গে একীভূত করে দেখা হয়।
সশস্ত্রবাহিনীর সাহসিক ও দেশপ্রেমীক সদস্যগন দ্রুত নিজেদের সুসংগঠিত করে সারা দেশকে বিভক্ত করা হয় ১১টি সেক্টরে,
আট মাস পর ’৭১ সালের ২১ নভেম্বর চূড়ান্তভাবে সম্মিলিত আক্রমণের পরিকল্পনা গৃহীত হয়। সেদিন স্থল, নৌ ও আকাশপথে কর্নেল ওসমানীর নেতৃত্বে চালানো হয় ত্রিমুখী আক্রমণ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ল্যাঃ কর্পোরাল মোঃ শফিকুল ইসলাম সভাপতি, অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সমবায় সমিতি গাজীপুর জেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত ক্যাপ্টেন সাইফ উদ্দিন সরকার (অবঃ)অনুষ্ঠান সঞ্চালনা করেন সার্জেন্ট ফেরদৌস আলম (অবঃ)যুগ্ন সাধারন সম্পাদক, অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সমবায় সমিতি গাজীপুর জেলা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ারেন্ট অফিসার সিরাজুল ইসলাম (অবঃ)সাধারণ সম্পাদ, অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সমবায় সমিতি গাজীপুর জেলা সিনিয়র ওয়ায়েন্ট অফিসার মোহাম্মদ জাকির হোসেন ফকির (অবঃ)সদস্য, অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সমবায় সমিতি গাজীপুর জেলা,আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী ও সাধারণ সদস্যগণ প্রধান অতিথি বলেন যে সংগঠন করার উদ্দেশ্য একত্রিত হওয়া বা ঐক্যবদ্ধ থাকাএবং ঐক্যবদ্ধ থেকে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যগণের দাবি দাবা কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের নিকট উপস্থাপন করা। তাই সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য উদার আহ্বান জানান।