বগুড়ায় টিএমএসএসের সহায়তায় নিরাপদ সবজির আউটলেট উদ্বোধন
এম এ খালেক খান : নিজস্ব প্রতিনিধি
বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট সমাজ সেবক, দূরদর্শী সম্পন্ন ব্যক্তিত্ব, বর্তমান যুগের অহংকার, প্রঞ্জাবান, বিশিষ্ট শিক্ষাবিধ, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের আওতাধীন পরিচালিত পরিবেশবান্ধব উপায়ে উৎপাদিত বিষমুক্ত, নিরাপদ, স্বাস্থ্যসম্মত সবজি ভোক্তার নিকট পৌঁছে দিতে টিএমএসএস এর সহায়তায় বগুড়ার শিবগঞ্জে নিরাপদ সবজির আউটলেট উদ্বোধন করা হয়েছে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার বরকতিয়া বাজারে ২১ নভেম্বরে আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। টিএমএসএসের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টিএমএসএসের সেক্টর প্রধান উপ-নির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের সহায়তায় ও টিএমএসএসের “ইকোলজিবান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ” শীর্ষক উপ প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের অন্যতম লক্ষ্য হচ্ছে নিরাপদ সবজির বাজার ব্যবস্থার উন্নয়ন সাধন করা। এই ধারাবাহিকতায় ‘আল-আমিন সবজি ঘর’কে নিরাপদ সবজির আউটলেটে উন্নীতকরণে সহায়তা করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের সহায়তায় ও টিএমএসএস আরএমটিপি প্রকল্পটি বগুড়া জেলার ৪ টি উপজেলার দশ হাজার জন কৃষকের মধ্যে কাযক্রম পরিচালিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে মোঃ সোহরাব আলী খান প্রকল্পের বিভিন্ন উপকারিতা ও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। অনুষ্ঠান উদ্বোধনে অন্যদের মধ্যে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, টিএমএসএসের পরিচালক অপারেশন এন্ড উন্নয়ন মোঃ রেজাউল করিম ও প্রকল্পের ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর কৃষিবিদ এ.বি.এম.মাহমুদুল হাছান প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য দেন। অনুষ্ঠানে টিএমএসএসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ, নানা শ্রেণির মানুষ, সুবিধা ভোগী সদসয়, বিভিন্ন ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন টিএমএসএসের বগুড়া উত্তর জোন প্রধান মোঃ শাহীন মাহমুদ। অনুষ্ঠানটি সুন্দর ও সুষ্ঠু ভাবে সমাপ্ত হয়।