থানায় সাধারণ ডাইরী করায় প্রতিপক্ষের হামলায় আহত রিটু মেডিকেল ভর্তি।
মাটি মামুন রংপুর।
থানায় সাধারণ ডাইরী করায় প্রতিপক্ষের হামলায় আহত রেজাউল করিম (রিটু) মেডিকেল ভর্তি।
স্থানীয় ও থানার অভিযোগ সূত্রে জানা যায়।
রংপুর নগরীর কুকরুল আগরপাড়া এলাকার বাসিন্দা
সিরাজুল ইসলাম এর পুত্র রেজাউল করিম রিটু (৩২) কে ০১৭১৭১৯৪২৯৭ তার সেল ফোন নাম্বারে হুমকি দিয়ে আসছে সদর হাসপাতাল ক্যাম্পাস এর বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা মৃত-সোবহান আলী পুত্র জুয়েল মিয়া (২৭)। মোবাইল ফোনের মাধ্যমে ভয়ভীতি দেখানোর কারণে গত ১৫/১১/২০২৩ রংপুর মেট্রোপলিটন পরশুরাম থানায় একটি সাধারণ ডাইরী করেন রিটু পরশুরাম থানার জিডি নং-৬৩৪,তারিখ-১৫/১১/২০২৩পরবর্তীতে
জুয়েল মিয়া বিষয়টি জানতে পেরে ঘটনার দিন ১৬/১১/২০২৩ সকাল০৯.টা দিকে নাউয়াটারী নিউ ইঞ্জিনিয়ারপাড়া ব্রীজের সামনে রেজাউল করিম রিটুর
দেখা পেয়ে জুয়েল ও তার ভারাটে গুন্ডারা উক্ত জিডির কারণে তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ ধাক্কা ধাক্কি করে। ধাক্কা ধাক্কির এক পর্যায়ে জুয়েল ও তার ভারাটে গুন্ডা ৫/৬ জন তাকে লোহার পাইপ দ্বারা এলোপাথারিভাবে তার শরীরের বিভিন্ন জায়গায় মারপিট করে ছেলা ফোলা জখম করে ।
সে সময় তার পরিহিত জিন্স প্যান্টের পিছনের বাম পকেটে থাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা ছিনিয়ে নেয়।সেই সময় গঙ্গাচড়া থানা ধিন হাবু পাঁচমাথা এলাকার লোকমান হোসেনের পুত্র মেহেদী হাসান মুরাদ (২৭) ও পথচারী আরো অনেকে এগিয়ে আসলে জুয়েল ও তার ভারাটে গুন্ডারা বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পড়ে তাকে গুরুতর অবস্থায় অটোরিকশা যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বহির্বিভাগে চিকিৎসা নেন রিটু, যার রেজি: নম্বর-২৩১২৭৯ টিকিট নম্বন-১৫৩৬০/০৮।রেজাউল করিম রিটু বলেন জুয়েল এর বাবা মুক্তিযুদ্ধা তাই সে আমাকে বিভিন্ন ভাবে মার ড্যাং করে এবং ভয় ভিতি দেখিয়ে বলে পুলিশ আমার পকেটে থাকে পারলে আমার চুল ছিড়ে দেখান।
আমি আইন শৃঙ্খলা কে সম্মান করি তাই থানায় এসে জুয়েল সহ ৫/৬ জনের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করলাম আপনারা আমাকে সহোযোগিতা করবেন যাতে আমি সুষ্ঠ বিচার পাই।