বিশেষ প্রতিনিধি: বাংলাদেশের ক্ষুদ্র ঋণ কার্যক্রমের নেতৃত্বদানকারী দেশের জাতীয় ভিত্তিক এনজিও-এমএফআই ব্যুরো বাংলাদেশ এর বগুড়ায় অবস্থিত মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার বেতগাড়ি মৌজায় ২৫ নভেম্বর এ মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র ভবনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেন্দ্র ভবনের উদ্বোধন করেন ও বিভিন্ন দিক নিদেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ব্যুরো বাংলাদেশের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, প্রঞ্জাবান, বহুপ্রতিভার অধিকারী, বর্তমান যুগের অহংকার, বিশিষ্ট সমাজ সেবক, দেশের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার কিংবদন্তির নায়ক, দূরদর্শী সম্পন্ন ব্যক্তিত্ব, দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পযায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নিবাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম। তিনি তা্র বক্তব্যে দেশের বেসরকারি উন্নয়ন সংস্থা সমূহের নানা সমস্যা ও সম্ভাবনা বিষয়ের উপর গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। তিনি বলেন তৃণমূল পর্যায়ে এনজিও গুলো সারা দেশের অবহেলিত ও সমাজ বঞ্চিত মানুষের মধ্যে সেবা প্রদান করে যাচ্ছে। তিনি আরও বলেন বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার বেতগাড়ী মৌজায় ২২০ শতক ভূমিতে ১৫৬ শতক নির্মাণ এরিয়ায় দশ তলা সুরম্য বৈশিষ্ট্যপূর্ণ অবকাঠামো অট্টালিকার অভিজাত নির্মাণ স্থাপত্য কারুকার্য সকলকেই আকৃষ্ট করবে। তিনি বলেন ব্যুরো বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মোঃ জাকির হোসেনের ঘোষণা ছিল এ ভবনটি এনজিও কর্মীগন ব্যবহার করবে। বিশেষ করে বগুড়াবাসীর জন্য এ ভবনটি প্রস্তুত করা হয়েছে। এ বক্তব্য উপস্থাপনে তাঁর ঘোষণায় সারা অর্ডিয়েন্সগণ মুহুর্মুহু হাত তালি দিয়ে স্বাগত জানান। অনুষ্ঠানে নিবাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান, বিভিন্ন এনজিওর কর্মকর্তা, কর্মচারী, নানা শ্রেণির মানুষ, বহুগন্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি, বেসরকারি বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।