বীর বাঙালি
লেখকঃ হানিফ রাজা
বিশ্ব মাঝে বাঙালি ভাই
বীরের বেশে চলে,
রক্তের দামে কিনে ভাষা
মিটাই মনের সকল আশা
বাংলায় কথা বলে।
দেশের তরে জীবন বাজি
অধিকারে হাঁকে,
পরাধীনতার শিকল ছিঁড়ে
জয়ের কেতন উড়ায় ভিড়ে
স্বাধীনতার ডাকে।
যুদ্ধ করে স্বাধীন করে
মাতৃভূমির মাটি,
দীর্ঘ নয় মাস লড়াই করে
বাড়ি ফিরে হাসি ভরে
বাঙালিরা খাঁটি।
হিংসা বিদ্বেষ ভুলে সবে
মিলেমিশে থাকে,
শান্তি সুখে ছড়ায় সৌরভ
বাঙালিরা মোদের গৌরব
কৃষ্টি ধরে রাখে।