হালিশহর থেকে ভারসাম্যহীন অজয় নামে এক যুবক নিখোঁজ
চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন মধ্যম রামপুর ২৫নং ওর্য়াড বাসিন্দা পিন্টু কান্তি নাথের ছেলে মানসিক ভারসাম্যহীন অজয় কান্তি নাথ (২০) নামে গত ২৫/১১/২০২০সকাল আনুমানিক ৮.০০ঘটিকায় নিজ এলাকায় থেকে নিখোঁজের ঘঠনা ঘটে , তার পরিবার ও আত্মীয়-স্বজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে হালিশহর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার পরিবার। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল ফুল হাতা টি- সাট কমলা রঙের, কালো প্যান্ট,পায়ে কালো জুতা । নগরের হালিশহর থানায় একটি হারানো জিডি করা হয়েছে যার নং: ১৪০৯/