কুড়িগ্রামের ৪টি আসনে মনোনয়ন পেলেন যারা
আতিকুর রহমান,কুড়িগ্রাম থেকে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
রোববার (২৬ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে ২৩ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় আসন্ন নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।
কুড়িগ্রামের ৪টি আসনে মনোনয়ন পেয়েছেন-
কুড়িগ্রাম-১ মোঃ আছলাম হোসেন সওদাগর
কুড়িগ্রাম-২ মোঃ জাফর আলী
কুড়িগ্রাম-৩ সৌমেন্দ্র প্রসাদ পান্ডে
কুড়িগ্রাম-৪ মোঃ বিপ্লব হাসান