বৈধ কাগজধারীরা অবশ্যই ক্ষতিপূরণ পাবেন--- জেলা প্রশাসক
বিশেষ প্রতিনিধি :
পাবনা জেলা প্রশাসক মুহাম্মদ আসাদুজ্জামান বলেছেন ইছামতি নদীর দু‘পাড়েরর বৈধ কাগজপত্রধারীরা অবশ্যই ক্ষতি পূরণ পাবেন। এজন্য সরকার ক্ষতিপূরণের জন্য বরাদ্দ রেখেছেন। একনেকের বৈঠকে অনুমোদনকৃত ইছামতি পূনরুজ্জীবিত করতে প্রশাসনিক ভাবে সবাত্বক সহযোগিতা করা হবে। গত রবিবার বেলা ১১ টায় পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা নদী রক্ষা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাবনার সহকারী পরিচালক মোশারফ হোসেন, পাবনা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি দৈনিক সিনসার সম্পাদক এস এম মাহবুব আলম ও পাবনা চেম্বারের পরিচালক মাসুদুর রহমান মিন্টু প্রমুখ। সভায় আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম, পাবনা সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা তাহমিদা আক্তার, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম, ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান, ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন সুলতানা, সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন, ডিআরআরও রেজাউল করিম, সড়ক ও জনপথের এসডিও সাদিকুর রহমান, পাবনা চেম্বারের সচিব আব্দুর রাজ্জাক, এলজিইডির সিনিয়র অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার এইচ এম রবিউল আওয়াল, জেলা সমবায় অফিসের পরিদর্শক এম এ আওয়াল সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।