সাহসী সৈন্যরা অগ্রগামী
কবি'এ এস এম সাদেকুল ইসলাম
চল চল্ চল্ - -
খোদার পথে, ন্যায় শপথে
বীর সেনা বীর- আর
মোজাহিদ দল।।
চল্ চল্ চল্ -
আল্লাহর'ই জমিনে মুসলিম জাহানে২-
কুরআনের আইন যেন চলবে,
নবীর আদর্শে গড়তে জীবন
তাওহীদী কালিমা বলবে২*
খোদার পথের সৈন্য যারা
বিপ্লবী স্লোগানে চলবে তারা
মন ভরা সাহস আর বুক ভরা বল।
চল্ চল্ চল্ -।
নির্ভীক মোরা খোদার পথে -২
যেনো লড়বো,-
দ্বীন বিজয়ের করবো লড়াই
প্রাণ আছে তাই 'তবু মরবো ২*
হারবো না মোরা কভু 'কোনদিন
নহে নতশির মোরা নহে দূর্বল।।
চল্ চল্ চল্।।
রক্ত দিয়েছি আরো রক্ত দিবো*২
প্রাণের বিনিময়ে জয় আনিবো*২
সাহসী সৈন্যরা অগ্রগামী
রাজপথ মিছিলে জনতার ঢল।।।
চল্ চল্ চল্।।