পল্টিবাজ
কবি: শাহীন শাহ
পাতে ঘি তো পাইনি আমি
তোরা খুবই দুষ্ট,
চোখের সামনে সবাই পেলো
হইনি তাই তো তুষ্ট।
তোদের ঘি যে ভালো নয়
রটিয়ে দিবো আজি,
মস্ত বড়ো প্ল্যান করেছি
বাগে পাইরে পাজি।
ভেজাল আমি করতে চাই না
যদি মানিস শর্থ,
মনের মতো করবি খুশি
সাথে কড়ি অর্থ।
তোরাও ভালো ঘি ও ভালো
সোনা মানিক ভাইরে,
ঘি না পেলে মনটা বেজার,
রাগ যে উঠে তাইরে।