শীতের আমেজ
হানিফ রাজা
শীতের আমেজ উষ্ণ
কাঁথায় লাগে বেশ,
দেই না সাড়া কারো ডাকে
নেই যে রেশ।
শিশির পড়ে দূর্বাঘাসে
বেজায় শীত,
আগুন পোহায় কচি বুড়ো
গায় যে গীত।
খেজুরের রস দেয় নামিয়ে গাছি ভাই,
মায়ের হাতের পিঠে খেতে মজা পাই।
সবুজ মাঠে সবুজ ফসল ভরা মাঠ,
ফসল নিয়ে চাষি চলে ভবের হাট।