সাহিত্য সাময়িকী
রম্য পদ্য
নাম হলো তার বুলিং
মোঃ আমিনুল ইসলাম
___________________
ব্যস্ত সে'জন ন্যস্ত কাজে
নাম'টি মেয়ের মিনি,
ফেবু'র শক্তি করে'ই ভক্তি
সেই সুবাদে চিনি।
সাঁঝ সকালে চলতো কথা
গুণে'র সীমা নাই,
সাদা সিধা সহজ সরল
তাই বলে যাই ভাই।
কথার ছলে যুবক টলে
সাদা মনের মেয়ে,
মিশছে এখন সবার সাথে
আমি থাকি চেয়ে!
বললে তাঁরে হাসির ভারে
চটুল উত্তর খানি,
ওরা আমার আগের চেনা
করছে টানাটানি।
কাজের ঠেলা ঝালাপালা
বাইরে যাওয়া ভার,
তর সয়না পুরাণ বন্ধুর
ঘরে'ই ডেটিং তাঁর!
যোগাযোগের মাধ্যম বেশ
ফেবু মেসেঞ্জার,
হোয়াটসঅ্যাপে কথোপকথন
দেখায় নির্ভার।
আমি বেকুব নাকি উজবুক
কি যুগ এলো ভবে,
বললে বলে, রাগ করো ক্যান
তুমিও আসো তবে!
ওরা আমার নিষ্পাপ বন্ধু
তুমি বেজায় কড়া,
চেঁচাও কেন, জানবে লোকে
যদি পরি ধরা?
কলি'র যুগে কলি'র প্রেমী
ডজন ডজন কলিং,
ঝাঁটা পেঁটা মেসেঞ্জারে'ই
নাম হলো তার বুলিং!
বিশ্বাসের ঘর তাই নড়বড়
বাস্তববাদী রিক্ত,
আসল নকল ভেদাভেদে
সময় হবে সিক্ত।