রংপুরে চলন্ত বাসের ধাক্কায় নিহত ১ আহত ৫ রংপুর মেডিকেলে ভর্তি।
মাটি মামুন রংপুর।
৩০ শে নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে রংপুর নগরীর তাজহাট থানা ধিন মর্ডান মোড় এলাকায়
এঘটনা ঘটে।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়।
৩০ শে নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে
তাজ হাট থানা মর্ডান মোড় অর্জনের পশ্চিম পার্শে বগুড়া-রংপুর হাইওয়ে রাস্তায় পাগলাপীর গামী নুরুন্নাহার নামে যাত্রীবাহী বাস যাহার নং ঢাকা মেট্রো জ,০৪-১০০৮ একটি বাস পিছন থেকে চলন্ত অটোরিকশায় ধাক্কা দিলে উক্ত রিকসার যাত্রী সহ ৬ জন আহত হন।
তাদের কে গুরুতর অবস্থায় অটো যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়।
এসময় মেডিকেলে চিকিৎসা ধিন অবস্থায় ইউনুস আলী (৫০) নামে এক জনে মৃত্যু হয়।
মেডিকেলে চিকিৎসা ধিন আছেন ১পাগলাপীর এলাকার ব্রজেন্দ্রনাথ রায় এর স্ত্রী বিভাবতী রায়,
২ শেখপাড়া তাজহাট এলাকার আরাজ উদ্দিন এর পুত্র
রাশেদ আলী(৬০)।
৩ সরদার পাড়া তাজহাট এলাকার মৃত মজিদ উদ্দিনের পুত্র নওয়াব আলী (৭০)।
৪ ইসলাম পুর আমবাড়ি কোতয়ালী মেট্রো এলাকার
জাহেদুল ইসলাম এর পুত্র রবিউল (৪০)।
৫ মডার্ন মোড় তাজহাট এলাকার মৃত কেরামত আলী পুত্র সাইফুল ইসলাম (৬০)।
ও ৬ হাজারির হাট, হুগলি পাড়া, সৈয়দপুর নীলফামারীর
ইউনুস আলী (৫০) তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ধিন অবস্থা মারা যান।
ঘটনা স্থান থেকে বাস টির হেলপার ও ড্রাইভার পালিয়ে যায়। স্থানীয়রা বাস টি আটক করে তাজহাট থানায় প্রেরেরণ করেন।
এবিষয়ে তাজহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আনিছ এর সাথে মুঠোফোনে কথা বললে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনার স্থান থেকে
বাস টির হেলপার ও ড্রাইভার পালিয়ে যায় আমরা বাস ও অটোরিকশা উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।