রংপুর কারমাইকেল কলেজ শিক্ষার্থীর রহস্যজনক বিষ পানে মৃত্যু।
মাটি মামুন রংপুর।
রংপুর কারমাইকেল কলেজের ১ম বর্সের শিক্ষার্থী রোমানা আক্তার রুম্পা রহস্যজনক বিষ পানে মৃত্যু।
হাসপাতাল ও সরেজমিন সূত্রে জানা যায়।
লালমনিরহাট জেলা কালীগঞ্জ থানা ধিন ৭ নং চলবালা ইউনিয়নের পাড় ঘাট নামক এলাকার বাসিন্দা রনজু হোসেনের মেয়ে কারমাইকেল কলেজর ১ম বর্সের শিক্ষার্থী রোমানা আক্তার রুম্পা (২০) এর সাথে একই গ্রামের সফিক মিয়ার পুত্র মিজানুর রহমান (৩০) এর সাথে বিয়ে হয় গত দুইবছর আগে বিয়ের পর তার লেখা পড়া চালানোর জন্য রংপুর তাজহাট থানা লালবাগ এলাকায় অবস্থিত গিয়াস উদ্দিন সরকারের আশীষ মহল ছাত্রীনিবাস বাসা নং-৯/১, রোড নং-১/১ লালবাগ পূর্বপাড়া, কারমাইকেল কলেজ লালবাগ, রংপুর ভাড়া থেকে লেখা পড়া করতে,তিনি রংপুর কারমাইকেল কলেজ এর শিক্ষাথী।
ঘটনার দিন ২৯ শে নভেম্বর ২০,২৩ বুধবার দুপুর তিন টার দিকে তার স্বামী মিজানুর রহমানের সাথে মুঠোফোনে ঝগড়া বিবাদ হলে বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়লে ম্যাচ মালিকের ছেলে তারেক এ্যাম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।