সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সৈয়দপুরে তাহেরীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর মানববন্ধন গাজীপুরের মৌচাকে ৭২ ঘন্টায় “শিহান” হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতার নুরুল হিকমাহ মাদরাসায় বিশিষ্টজনদের সুধী সমাবেশ অনুষ্ঠিত সৈয়দপুরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে জামায়াত সৈয়দপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান মহান আল্লাহ মদ ও মদের অর্জিত মূল্য হারাম করেছেন সোস এর উদ্যােগে বর্ণাঢ্য  র‍্যালি ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত পীরগঞ্জে পূবালী ব্যাংকের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম -৪ : মনোয়নপত্র জমা দেননি প্রতিমন্ত্রী ও তার ছেলে

প্রতিবেদক এর নাম / ১১৪ বার পড়া হয়েছে
বর্তমান সময় সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩২ অপরাহ্ন

কুড়িগ্রাম -৪ : মনোয়নপত্র জমা দেননি প্রতিমন্ত্রী ও তার ছেলে

 

আতিকুর রহমান,কুড়িগ্রাম থেকে

 

কুড়িগ্রাম-৪ আসনে নৌকার মনোনয়ন বঞ্চিত হবার পর নানা বিষয়ে আলোচনায় আসছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ও তার ছেলে। শেষ দিনেও মনোনয়ন জমা দেননি প্রতিমন্ত্রী ও তার ছেলে সাফায়াত বিন জাকির। এর আগের দিন বাবা-ছেলের নামে মনোনয়ন সংগ্রহ করা হয়। শেষমেষ ভোট থেকে সরে দাঁড়ালেন তারা।

দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মনোনয়ন ফরম জমা দিতে জেলা রিটার্নিং কর্মকতা জেলা প্রশাসক কার্যালয়ে যাওয়ার জন্য রওনা দেন প্রতিমন্ত্রী। জমা প্রদানের সময় শেষ হলেও প্রতিমন্ত্রী ও তার ছেলের মনোনয়নপত্র জমা পড়েনি। পরে জেলা আওয়ামী লীগের একটি সূত্র থেকে জানা গেছে, মনোনয়ন জমা দিতে আসার পথে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারকের ফোন পেয়ে তিনি মনোনয়নপত্র জমা দেননি।

যদিও খবর নিশ্চিত হওয়া যায়নি। প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তবে প্রতিমন্ত্রীর ছেলে সাফায়াত বিন জাকির জানান, মনোনয়ন দাখিল করিনি আমরা। এরআগে সাফায়াত জানান, ওই আসনের নৌকার মনোনয়ন পুর্নবিবেচনা হতে পারে। তার বাবা মনোনয়ন পেতে পারেন। এমন আশায় আওয়ামী লীগ থেকে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে।

এদিকে কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ অন্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র মোট ৩৯ প্রার্থী মনোনয়ন জমা করেছেন। বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত আসনগুলোর সহকারি রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসকের কাছে দাখিল করেন।

এরমধ্যে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-কুড়িগ্রাম) আসনে মনোনয়ন পড়েছে ৭টি, কুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনে ১১টি, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে ৭টি এবং কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজীবপুর) আসনে ১৪টি মনোনয়ন জমা পড়েছে। ৪টি আসনে মনোনয়ন সরবরাহ করেন ৪২জন।

 

 

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। কুড়িগ্রাম-৪ আসনে ১৪টি মনোনয়ন জমা পড়েছে। এরমধ্যে প্রতিমন্ত্রী জাকির হোসেনেরটি নেই। তার ছেলের নামেও মনোনয়ন জমা পড়েনি।

 

 

তিনি আরও জানান, আগামী ৩ ডিসেম্বর যাচাই-বাছাই করা হবে। আশা করছি সবার সহযোগিতায় সুষ্ঠু পরিবেশে ভোট করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর