ঢাকায় জয়িতা ফাউন্ডশনের এমডিএর সাথে ডক্টর হোসনে আরা বেগমের সৌজন্য সাক্ষাৎ
বিশেষ প্রতিনিধি :
বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ধীন জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সাবেক সচিব আফরুজা খাঁন এর সাথে তাঁর ঢাকার অফিস কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। মতবিনিময়ে টিএমএসএস ও জয়িতা ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে টিএমএসএস এর Buniyadi খাদ্য প্রক্রিয়া জাতকরণ ভোগ্য পণ্য ও হ্যান্ডিক্রাফট সামগ্রী জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরুজা খানকে টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম উপহার হিসাবে প্রদান করেন। টিএমএসএস এর নির্বাহী পরিচালক জয়িতা ফাউন্ডেশনের ঢাকার কর্পোরেট অফিস কার্যালয়ে ২৯ নভেম্বর ফাউন্ডেশন গৃহীত স্মার্ট বাংলাদেশে স্মার্ট নারী প্রজেক্ট বিষয়ে বিশেষ করে TVS কোম্পানীর আমদানিকৃত নারীবান্ধব মোটরসাইকেল দেশের লক্ষ লক্ষ মহিলা সদস্য ও ছাত্রীদের মধ্যে সহজ শর্তে ঋণের মাধ্যমে সরবরাহ করার জন্য সহমত পোষন করে জয়িতা ফাউন্ডেশনের জয়িতা স্কুটি ঋণ, জয়িতা নারী ট্রেনিং,জয়িতা ঋণ সেবা ইত্যাদি প্রকল্পে অংশ গ্রহনের দৃঢ় ইচ্ছা পোষন করেন। উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে সৌহার্দপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় জয়িতা ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকর্তা, নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।