(১ ডিসেম্বর ২০২৩, ঢাকা)“ঘুষ ছাড়া চাকুরি চাই-
মোঃ খাইরুজ্জামান সজিব
সিনিয়র স্টাফ রিপোর্টার
কর্মসংস্থান ও ভোটাধিকারের সংগ্রামে ঐক্যবদ্ধ হও”
এই শ্লোগানকে ধারণ করে বাংলাদেশ যুব ইউনিয়ন ধানমন্ডি থানার ৫ম সম্মেলন আজ অনুষ্ঠিত হয়। সম্মেলনের কাউন্সিল অধিবেশনে মাকসুদুল কবীর সোহেল কে সভাপতি, নিলয় চৌধুরী কে সাধারণ সম্পাদক ও সীমা রানী কে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক যুবনেতা জাহাঙ্গীর আলম নান্নু ও ঢাকা মহানগর (দক্ষিণ) সাধারণ সম্পাদক যুবনেতা শাহীন ভুঁইয়া এবং সম্মেলনে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক প্রেসিডিয়াম সদস্য শংকর আাচার্য।