আলোর মিছিল
হানিফ রাজা
আয়রে ছুটে তরুণের দল!
বক্ষে নিয়ে সাহস ও বল
করতে সমাজ ভালো,
দূর্বৃত্তদের ভাঙতে ডানা
সিংহাসনে দে রে হানা
জ্বালতে সুখের আলো।
অধিকারে হরণ করে
স্বৈরাচারী প্রাসাদ গড়ে
ভাবছে নিজে রাজা,
সাধারণকে রয় না মনে
অর্থ চিন্তা সর্বক্ষণে
প্রজাকে দেয় সাজা।
সমাজ বাঁচা দেশটা বাঁচা
ভেঙ্গে দে সব বন্ধ খাঁচা
ন্যায়ের পথে থেকে,
পরাধীনের শিকল ছিঁড়ে
জয়ের কেতন উড়া ভিড়ে
দেহে রক্ত মেখে।
ওরে নবীণ!আয় না সবাই
করতে হবে শোষক জবাই!
থাকিস নে আর ঘরে,
মিথ্যার প্রাচীর ভাঙতে হবে
বন্ধুত্বের হাত বাড়া সবে
তুলতে স্বদেশ গড়ে।