ভোলার চরফ্যাশনে ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলা
ভোলা প্রতিনিধিঃ
ভোলার চরফ্যাশন মো. আব্বাস (২২) নামের এক ছাত্রদল নেতার উপর হামলা করেছে রাকিব নামের এক সন্ত্রাসী। হামলায় ছাত্রদল নেতা আব্বাস আহত হয়েছে।
আজ রোববার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের খাস পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আব্বাস উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের ২ ওয়ার্ডের চর আফজাল গ্রামের আব্দুল ছোবাহান ঢালীর ছেলে।
ভুক্তভোগী ছাত্রদল নেতা আব্বাস জানান, শনিবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলের যোগে চরফ্যাশন শহরে উদ্দেশ্যে রওয়ানা দিয়ে খাস পুকুরপাড় এলাকার চৌমাথায় আসলে সন্ত্রাসী রাকিব তার মোটরসাইকেলের গতিরোধ করে এলোপাতাড়ি মারধর করেন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনা কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।