ঢাকায় সোনালী ব্যাংকের এমডি'র সাথে ডক্টর হোসনে আরা বেগমের সৌজন্য সাক্ষাৎ
বিশেষ প্রতিনিধি :
বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, বিশিষ্ট সমাজ সেবক, দূরদর্শী সম্পন্ন ব্যক্তিত্ব, বর্তমান যুগের অহংকার, দেশের শিক্ষা সম্প্রসারণের কিংবদন্তির নায়ক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম ঢাকায় সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আফজাল করিমের সাথে ৪ নভেম্বর ব্যাংকের প্রধান কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। ডক্টর হোসনে আরা বেগম সোনালী ব্যাংকের প্রধান কাযালয়ে পৌঁছালে তাঁকে ব্যাংকের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময়ে টিএমএসএসের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডের উপর গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া সোনালী ব্যাংক থেকে টিএমএসএস এর গৃহিত ঋনের ব্যবহার ও আরো অধিক পরিমাণ ঋণের আবশ্যকতা ও যৌক্তিকতা বিষয় উপরেও আলোচনা করা হয়। টিএমএসএসের নির্বাহী পরিচালক সংস্থার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড সম্পর্কে এমডি কে অবহিত করেন। টিএমএসএসের সারা দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডের বিষয়ে অবহিত হয়ে ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এমন কাজের প্রসংশা করেন। এ সময় সোনালী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক প্রশাসন, অপারেশন, ব্যাংকের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও টিএমএসএসের নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান ও মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।